
সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ জানুয়ারি: কড়া কড়িভাবেই পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ চলছে পুরুলিয়া জেলা জুড়ে। মদ্যপ বাইক ও গাড়ি চালকদের ধরতে ডিটেক্টর দিয়ে চলছে অভিযান। হেলমেট পড়ে বাইক চালানোর পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে পুলিশ। পুলিশের বজ্র আঁটুনিতেও কোথাও ‘ফাঁকি’ দিতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে গত এক সপ্তাহের মধ্যে তিন জন বাইক আরোহী প্রাণ হরিয়েছেন। কয়েক জন আহত হয়েছেন।
অন্যদিকে, অবশ্য ওভার লোডিং বা বাসের মাথায় যাত্রী বহনকারিদের ঠেকাতে পারেনি পুলিশ। জেলায় বিশেষ করে দেখা গিয়েছে ছোট ছোট রুটে চলাচলকারি স্পিড ভ্যান, ছোট যানগুলিতে ঝুঁকি নিয়ে ঝুলে যাতায়াত করছেন যাত্রীরা। জীবন বা প্রাণকে নয় সময়কেই অগ্রাধিকার দিতে চাইছেন যাত্রীরা।