পুরুলিয়ায় লকডাউন কার্যকর করতে তৎপরতা বাড়াল পুলিশ, আটক অমান্যকারীদের

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুলাই: লকডাউন কার্যকর করতে জেলাজুড়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ।  বুধবারও তা অব্যাহত রইল। লকডাউন ভঙ্গকারী ১৫ জন ব্যক্তিকে আটক করে পুরুলিয়া সদর থানার পুলিশ। এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় উপযুক্ত কারণ ছাড়াই ঘোরাঘুরি করছিলেন ধৃতরা। একটি চার চাকার গাড়ি সহ একজনকে আটক করে পুলিশ। লকডাউন সার্থক করতে পুলিশকে কড়া হাতে আজও সকাল থেকে পথে নামতে দেখা যায়। পুরুলিয়া শহর ছাড়াও নিতুরিয়া রঘুনাথপুর অন্যান্য থানা এলাকাতেও পুলিশের নাকা তল্লাশি চলছে। জেলার আন্তঃরাজ্য সীমান্তে চলছে পুলিশের জোর নজরদারি।

সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত টানা ৮০ ঘন্টা লকডাউন চলছে পুরুলিয়া শহর ও আদ্রাতে। সারা রাজ্যের সঙ্গে এদিন পুরুলিয়া জেলার বাকি এলাকাতেও লকডাউন জারি রয়েছে।

গত সোমবার পুরুলিয়া জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ৩৬২টি মামলায় ১৫৫৪ জন লকডাউন ভঙ্গকারীকে গ্রেফতার করা হয়েছে। পাঁচটি চার চাকার, ২৪১টি দুই চাকার গাড়ি এবং ১০টি টোটো আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *