মূল্যবৃদ্ধি! বালুরঘাটে টিনের ঝাঁপ কেটে আলু-পেঁয়াজ চুরি, অবাক পুলিশ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ নভেম্বর: সোনা বা গয়না নয়, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বাজারে এখন আলু-পেঁয়াজই টার্গেট চোরেদের। মঙ্গলবার এমনই অবাক করা ঘটনার সাক্ষী থাকলো বালুরঘাটে চকভৃগু। সব্জীর দোকানের টিনের দরজা কেটে আলু, পেঁয়াজ নিয়ে পালালো চোরের দল। যে ঘটনা নিয়ে রীতিমতো অবাক হয়েছেন পুলিশ কর্মীরাও।

শহরজুড়ে কিছুদিন ধরে লাগাতার চুরির ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বালুরঘাট থানার পুলিশ। যদিও এদিন ঘটনার পরেই এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে বালুরঘাট থানার পুলিশ। ব্যবসায়ীর দাবি নগদ ১৬ হাজার টাকা সহ ওজনযন্ত্র ও আলু, পিঁয়াজ, আদা-রসুন চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। অবিলম্বে বাজারে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করার পাশাপাশি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী বিজয় কুমার সাহা জানিয়েছেন, সোমবার জল ঘরের হাট থেকে এসে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। আজ সকালে দোকান খুলতেই তার নজরে আসে চুরির ঘটনা। দুষ্কৃতীরা দোকানের পেছনের দরজা ভেঙ্গে নগদ টাকা সহ যাবতীয় কাঁচামাল চুরি করে নিয়ে পালিয়েছে। তিনি চান পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের খুঁজে বের করুক এবং এলাকায় সিভিক পুলিশ মোতায়েন করা হোক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here