
আমাদের ভারত, হুগলী, ২৪ মার্চ: আড্ডা গল্প বাঙালির স্বভাবে যতই ফ্ল্যাট কালচার আসুক, ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে পাড়ার চায়ের দোকানে যাওয়া ভুলতে সময় তো লাগবেই। তাই রোজকার স্বভাব ছাড়িয়ে লকডাউন মেনে নিতে পারছেন না অনেকেই। তা সে সরকারি নিয়ম করেই হোক আর রোগ প্রতিরোধ করতেই হোক। তাই মারণ রোগ প্রতিহত করতে দেশ জুড়ে লকডাউন সফল করতে রাস্তায় নামতে হচ্ছে পুলিশকে।
হুগলীর ডানকুনিতেও তাই এসিপি ২ এর নেতৃত্বে পুরসভার বিভিন্ন রাস্তায় নামলেন পুলিশ কর্মীরা। সরকারি নির্দেশ মত নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে অন্য দোকান বন্ধের যেমন কড়া হুশিয়ারি দিলেন, তেমনই বাজার দর যাতে স্বাভাবিক থাকে তার জন্যও দোকানদারদের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে। সকাল থেকেই রাস্তায় কারণে বা অকারণে বেড়িয়ে পড়েছিলেন বহু সাধারণ মানুষ। কোথাও লাঠি উচিয়ে তো কোথাও জোর করে তাদের বাড়ি পাঠিয়ে দেন পুলিশ কর্মীরা। নিয়ম না মানায় কারোর কারোর পিছনে ডান্ডার বারিও দিতে পিছপা হননি তারা। আসলে রোগ টা কি, আর কি করেই যে তার প্রতিরোধ করা যাবে তা অনেকেই বুঝতে পারছেন না বলেই মত পুলিশ কর্তাদের।