লকডাউন ভাঙায় দক্ষিণ কলকাতায় লাঠি চার্জ করতে বাধ্য হল পুলিশ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ: লক ডাউন ভাঙার জন্য হাজরা মোড়ে লাঠি চার্জ করতে হল পুলিশকে। লকডাউনের তৃতীয় দিন দক্ষিণ কলকাতায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পুলিশ। সকালেই হাজরা, কালিঘাট ও রাসবিহারী মোড়ে পুলিশ টহল দেয়। প্রথমে জনতার কাছে পুলিশ জানতে চায় কেন তারা ঘরের বাইরে। যাদের উত্তরে সন্তুষ্ট হয়নি তাদের লাঠির ঘা দিয়ে এলাকা ছাড়া করেছে।

তবে লকডাউনের তৃতীয় দিনে দক্ষিণ কলকাতায় বেশিরভাগ মানুষই আইন মেনে ঘরে রয়েছেন। কালিঘাট মন্দির চত্বর আজ বুধবার সকাল থেকেই ছিল শুনশান। বন্ধ ছিল দোকান। এমনকি কালিঘাটের মন্দিরের সমস্ত গেটও বন্ধ রয়েছে। কোনও ভক্ত আজ মন্দির চত্বরের সামনে আসেননি।

পাশাপশি দক্ষিণ কলকাতার রাস্তা রাসায়নিক দিয়ে পরিস্কার করে কলকাতা পুরসভা। করোনার জীবানু রাস্তায় মারতে সকালেই অত্যাধুনিক মেশিন দিয়ে রাস্তায় স্প্রে করে কলকাতা পুরসভার কর্মীরা। এককথায় করোনার যুদ্ধে জয়ী হবার জন্য সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন কলকাতা পুরসভার কর্মীরা ও কলকাতা পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here