রক্তের সঙ্কট মেটাতে একমাস ধরে পুলিশ কর্মীরা রক্তদান শিবির করবেন, বললেন মমতা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ এপ্রিল: রক্তের সঙ্কট মেটাতে রাজ্যের পুলিশকর্মীদের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রতিবার এই সময়ে রক্তের একটা সঙ্কট দেখা যায়। এবার করোনার জন্য তা আরও বেশি। সেইজন্য রাজ্যে রক্তের সঙ্কট মেটাতে কলকাতার পুলিশ কর্মীরা এগিয়ে আসার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে বিকেলে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি কলকাতার নগরপাল অনুজ শর্মাকে বলেন, আগামী একমাস ধরে বিভিন্ন জায়গায় কলকাতার পুলিশ কর্মীরা এই রক্তদান শিবিরের আয়োজন করবেন। শুধু কলকাতা পুলিশই নয়, রাজ্য পুলিশও আগামী একমাস ধরে রক্তদান শিবির করবেন। তাহলে রাজ্যে কিছুটা হলেও রক্তের সঙ্কট কমবে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *