নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১১ জানুয়ারি: মঙ্গলবার শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে কলকাতায়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দুজনেই আলাদা আলাদা মিছিল করবেন। শুভেন্দু অধিকারী হাঁটবেন উত্তর কলকাতার রাস্তায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন দক্ষিণ কলকাতায়।
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দল কর্মসূচি নিয়েছে। বিজেপি যুব মোর্চা শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত একটি মিছিল করবে, যে মিছিলে হাঁটবেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও মিছিলে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ রাজ্য বিজেপির নেতারা। অন্যদিকে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে একটি মিছিল বের করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলটি গোলপার্কে গিয়ে শেষ হবে।
আর এই দুই মিছিলকে কেন্দ্র করে এখন থেকেই কলকাতার রাজনৈতিক পারদ বাড়তে শুরু করেছে। কারণ কোন মিছিলে বেশি লোক হবে তা নিয়েও চলছে জল্পনা। শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই রাজ্য বিজেপি মিছিলকে জনসমুদ্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের গড় দক্ষিণ কলকাতা এমনিতেই রাজ্যের শাসকদলের শক্ত ঘাঁটি। তাই তারাও চাইবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে জনসমুদ্র হোক। তবে, মিছিলে শুভেন্দু অধিকারীর হাঁটার ব্যাপারে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।