“যেসব রাজনৈতিক দল কুড়মিদের সমর্থন করবে তাদের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না,” জানালেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর
ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা পরিষ্কার জানিয়ে দিলেন, যেসব রাজনৈতিক দল কুড়মিদের সমর্থন করবে তাদের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না।

ঘাটালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভারত জাকাত মাঝি পারগনা মহলের বারো সদস্যর একটি দলের বৈঠক হলো। বৈঠকটি শালবনীতে হওয়ার কথা ছিল।

বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের নেতৃত্ব মনোরঞ্জন মুর্মু, সনাতন মুর্মু সহ অন্যান্যরা ছিলেন। বৈঠকের পরে তারা বলেন, কুড়মিরা কোনদিন আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছিল না। তারা সিআরআই’এর পরিবর্তন চেয়ে যে আন্দোলন করছে অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ভুক্ত হতে চাইছে তা আমরা মানবো না। রাজ্য সরকার তাদের সমর্থন করলে আমরা তীব্র আন্দোলন করবো।

তারা বলেন, শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের অধীর চৌধুরী কুড়মিদের সমর্থন করছেন। যেসব রাজনৈতিক দল কুড়মিদের সমর্থন করবে তাদের আমরা আদিবাসী এলাকায় ঢুকতে দেবো না। এছাড়াও অভিষেকের সাথে শিক্ষা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। অভিষেক তাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here