দিঘায় পরিবেশ রক্ষার্থে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সতর্কবার্তা

আমাদের ভারত, দিঘা, ১৯ নভেম্বর: পরিবেশের স্বার্থে একবার ব্যবহারযোগ্য পলিথিন বর্জন করুন। এই বার্তা নিয়ে সৈকত শহর দিঘায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকগণ। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সৈকত শহর দিঘার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের এই সতর্কবার্তা দেওয়া হল সোমবার সারাদিন।

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যেই দিঘায় নিষিদ্ধ হয়েছে পলিথিনের ও থার্মোকলের ব্যবহার। ফলে ইতিমধ্যেই দিঘায় পলিথিনের ব্যবহার কমে গেছে অনেকটাই। পলিথিনের ব্যবহার একদম বন্ধ করতে আজ দিঘার বিভিন্ন বাজার এলাকায় জনসচেতনতায় প্রচারে নামে পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা। একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যবহার বন্ধের অনুরোধ জানান তারা। পাশাপাশি আগামীদিনে পলিথিন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সরকারি আধিকারিকগণ। তবে, জরিমানা করে নয়, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here