হেল্পিং হ‍্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পূজা পরিক্রমা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ অক্টোবর: ষষ্ঠীর দিন মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ‍্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হল পূজা পরিক্রমা-২০২০। বৃহস্পতিবার ষষ্ঠীর দুপুরে মেদিনীপুর শহরের বেশ কম বাজেটের পূজা মন্ডপ পরিদর্শন করেন সংগঠনের প্রতিনিধিরা ও বিচারকরা।

ছিলেন বাচিক শিল্পী রত্না দে, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী গোপাল সাহা, সংগঠনের কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল, সম্পাদিকা পারমিতা সাউ, উপদেষ্টা নরোত্তম দে, কোষাধ্যক্ষ সুদীপ্তা দে, সদস্য শিক্ষক সুব্রত মহাপাত্র, পিন্টু সাউ, সদস‍্যা মৌসুমী মান্না প্রমুখ।পর্রিদশন কালে প্রতিনিধিরা বিভিন্ন পূজার প্রতিমা, মন্ডপ, পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতার মতো বিষয়গুলির উপর​ বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সংগঠনের পক্ষে সভাপতি দিলীপ মান্না ও কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল জানান, তারা এদিন যে সমস্ত মন্ডপ পরিদর্শন করেছে তাঁর মধ্য থেকেই সবদিক বিবেচনা করে তাদের বিচারে সেরা পূজাগুলিকে সপ্তমীর দিন পুরস্কৃত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *