ছত্রধরের বিরুদ্ধে  গোপীবল্লভপুরে পোস্টার 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: জঙ্গলমহলে জনগণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে গোপীবল্লভপুরের গ্রামে পোস্টার পড়েছে। পোস্টারে ছত্রধর মাহাতোকে সন্ত্রাসবাদি উল্লেখ করে গো ব্যাক বলা হয়েছে। মাওবাদীদের কায়দায় সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টার দেখা গেছে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রামে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই পোস্টার বিজেপির লোকজন লাগিয়েছে।

বুধবার বিকেলে পেটবিন্ধি পঞ্চায়েত এলাকার ডাংরিয়া গ্রামে তৃণমূলের একটি পদযাত্রা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল ছত্রধর মাহাতোর। কিন্তু বেলা দুটো নাগাদ ওই পোস্টার দেখতে পান গ্রামবাসীরা। মিছিলে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু এবং দলের জেলা পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী। যদিও শেষ পর্যন্ত অবশ্য ছত্রধর মাহাতো মিছিলে যোগ দেননি।

ছত্রধর মাহাতো বলেন, যারা লাল ছেড়ে গেরুয়াতে যোগ দিয়েছে তারাই এই কাজ করেছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তার জবাব দিয়ে দেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here