“আমরা দাদার পাশে আছি”, এবার রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ ডিসেম্বর: এতদিন শুভেন্দু অধিকারীর নামে দাদার অনুগামী বলে পোস্টার পড়েছিল সারা রাজ্যসহ নদিয়াজুড়ে। কিন্তু এবার আমরা দাদার ভক্ত আমরা দাদার পাশে আছি বলে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল। আজ নদিয়ার শান্তিপুরের একাধিক জায়গায় রাজ্যের মন্ত্রী তথা নদিয়া জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখা যায়। তা নিয়ে শান্তিপুর সহ জেলায় চাপা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে অনেকেই মনে করছেন যারা দলের মধ্যে অসন্তুষ্ট তাঁরাই রাজীবের অনুগামী সেজে ফ্লেক্স লাগিয়েছে।

কিছুদিন আগে নদিয়া জেলার সর্বত্র শুভেন্দু অনুগামীরা শুভেন্দুর নামে পোস্টার মেরেছিল। তখনো হৈচৈ হয়েছিল। এবার রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তার অসন্তোষের কথা প্রকাশ করেছে সংবাদমাধ্যমের কাছে ঠিক তার পরই তার নামে পোস্টার পড়তে শুরু করেছে কয়েকটি জেলায়। এবার সেই পোস্টার পাওয়া গেল নদীয়ার শান্তিপুরে। আজ সকালে শান্তিপুরের কাশ্যপপাড়া, চড়কতলাতে দেখা যায় আমরা দাদার ভক্ত আমরা দাদার পাশে আছি বলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। পথচলতি মানুষদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অনুগামীরা আসলে কারা? সামনেই বা কেন আসছেন না তারা? শান্তিপুরে এই ফ্লেক্স দেখা গেলেও সারা জেলাতে চর্চার বিষয় হয়ে উঠেছে এই ফ্লেক্স। মনে করা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় যেহেতু নদিয়া জেলার পর্যবেক্ষক ও রাজ্যের মন্ত্রী তাই এখানকার বিভিন্ন মানুষের সাথে তার সম্পর্ক আছে। তাদের অনেকেই এখন দলের সাংগঠনিক দিক থেকে কোণঠাসা। সে কারণে তৃণমূলের একাংশ মনে করছে নব্য তৃণমূলের বাড়বাড়ন্তে অসহ্য হয়ে পুরনো তৃণমূলের লোকেরাই এই ফ্লেক্স লাগিয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়।

শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুব্রত ঘোষ বলেন, আমাদের দলের মধ্যে এরকম অনুগামী বলে কেউ নেই। বিজেপি ও সিপিএম রাতের অন্ধকারে এই পোস্টারগুলো মারছে। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোক, আমাদের দলের লোক।

সিপিএম এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো বলেন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, আমাদের দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

শান্তিপুর টাউন ১ নং বিজেপির সভাপতি বিপ্লব কর বলেন, কে কার অনুগামী এই নিয়ে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত তৃণমূল। কিছুদিন পরে এই দলটাই থাকবে না। ভারতীয় জনতা পার্টির এত সময় নেই যে তৃণমূলের হয়ে পোস্টার মারবে। পোস্টার যদি মারতেই হয় তাহলে সারদা, নারদার টাকা, ঘরের টাকা, পায়খানার টাকা, আমফানের টাকায় কে কত কাটমানি খেয়েছে তার মারব। এখন এই সরকার করছে দুয়ারে সরকার কদিন পরে দেখতে পাবেন দুয়ারে পাওনাদার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here