বেসুরো বিজেপি নেতাদের তৃণমূলে না ফেরানোর জন্য ফের পোস্টার পড়ল গাড়ুলিয়াতে

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৫ জুন: সুনীল সিংয়ের পর ফের গাড়ুলিয়া পৌরসভার বিজেপির দুই বিদায়ী কাউন্সিলরের নামে পোস্টার পড়ল গারুলিয়া পৌর এলাকায়।

গারুলিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌর পিতা তথা গারুলিয়া এলাকায় বিজেপি নেতা গৌতম বসু ও ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌর পিতা অশোক সিং’কে তৃণমূলে যাতে কোনোও ভাবেই নেওয়া না হয় সেই দাবিতে গারুলিয়া অঞ্চলজুড়ে বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। ওই পোস্টারে লেখা আছে, “তোলা বাজ, দাঙ্গা বাজ অশোক সিং ও গৌতম বসু’কে দলে ফেরানো যাবে না।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল বেলা এই সমস্ত পোস্ট তারা দেখতে পান গারুলিয়া পৌরসভার অন্তর্গত বেশকিছু জায়গাতে। এর আগে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং’কে তৃণমূল দলে ফেরানো যাবে না বলেও পোস্টার পড়েছিল।

গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক সঞ্জয় সিং’কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “দলের সিদ্ধান্ত হবে শেষ কথা এখানে আমার কিছু বলার নেই। দল যদি মনে করে তাকে দলে নেবে।”

অপরদিকে গারুলিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা তথা স্থানীয় বিজেপি নেতা গৌতম বসু জানান,”আমার বিরুদ্ধে কে কি পোস্টার দিল তাতে আমার কিছু যায় আসে না। আমি তো বলিনি কখন যে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেব। গারুলিয়া পৌরসভাতে স্বচ্ছ ভাবমূর্তির নেতার অভাব রয়েছে তাই তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের যোগদান করার জন্য। গরুলিয়ার মানুষ ভালো করে জানে কারা প্রকৃত তোলাবাজ, প্রকৃত দাঙ্গাবাজ। যারা ওসব বলছে তারা কখনো বিজেপি করে কখনো তৃণমূলের ঝান্ডা ধরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *