জবরদস্তি সংশোধনী নাগরিকত্ব আইন পাশ করিয়েছে কেন্দ্র, অভিযোগ সাংসদ প্রদীপ ভটাটার্যের

আমাদের ভারত, কলকাতা, ১৯ ডিসেম্বর: সংশোধনী নাগরিকত্ব আইন জবরদস্তি পাশ করিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কলকাতায় এই অভিযোগ করেন কংগ্রেসের রাজ্য সভার সাংসদ প্রদীপ ভটাচার্য। তিনি অভিযোগ করেন, সংখ্যার জোরে কালা আইন করেছে মোদী সরকার। তার বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র, শ্রমিক সবাই রাস্তায় নেমেছে। রাজ্যেও এই আইনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছেন। সমাজের সর্বস্তরের মানুষ কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছেন তাই আমরাও এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছি বলে জানান প্রদীপ ভটাচার্য। তার আরও অভিযোগ, কালা আইন দেশের সম্প্রীতিকে ভাঙবে। কালা আইনের প্রতিবাদে রাজ্যের মানুষের মধ্যে জনমত গড়ে তুলতে প্রদেশ কংগ্রেস রাস্তায় নেমেছে বলে জানান সাংসদ প্রদীপ ভটাচার্য।

এদিন ধর্মতলা থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল করেন প্রদেশ কংগ্রেসের নেতারা। মিছিলটি ধর্মতলা থেকে শুরু হয়ে রামমন্দিরে গিয়ে শেষ হয়। তবে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির সদর দফতরে পৌছাতেই উত্তেজনা সৃষ্টি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী থাকায় উত্তেজনা বেশি দূর গড়ায়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here