অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯নভেম্বর: প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের নতুন শাখা “বেলিয়াবেড়া সহজ রাজযোগ” প্রশিক্ষণ কেন্দ্রর নতুন ভবনের উদ্বোধন হল গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়াতে। রবিবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের উদ্বোধন করলেন বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ ও ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তিন জেলার পর্যবেক্ষক ব্রহ্মাকুমারী সোনালী।
বেলিয়াবেড়া শাখার সদস্য ব্রহ্মকুমারী অশোক দাস বলেন, সদ্ ভাবনা এবং মানবিক মূল্যবোধের বিকাশে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্রহ্ম কুমারী সংস্থাকে সংযুক্ত রাষ্ট্রসঙ্ঘের আর্থসামাজিক পরিষদের পরামর্শদাতা রূপে মান্যতা প্রদান করা হয়েছে। আমাদের এই ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের থাকলেও বেলিয়াবেড়াতে কোনও শাখা ছিল না। আজ সেই শাখার ভবন উদ্বোধন হল, কেউ চাইলে আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।