
নীল বনিক, আমাদের ভারত, ৩ মার্চ : এবার প্রশান্ত কিশোরও সরাসরি রাজনীতির ময়দানে। “গোলি মারো” স্লোগান নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে আসরে নামলেন। সরাসরি বিজেপির সমালোচনা শুরু করলেন।
এতদিন প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীন কাজের দেখাশোনা করতেন। সেই সঙ্গে দলের কৌশল ঠিক করে দিতেন। এবার তিনি সরাসরি রাজ্যের রাজনীতে নেমে পড়লেন। সরাসরি বিজেপির সমালোচনা শুরু করে দিলেন। মঙ্গলবার তিনি ‘গোলি মারো ’ স্লোগান কান্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে টুইট করেন। দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে করে প্রশান্ত কিশোর লিখেছেন, দিল্লিতে কতজন মানুষের মৃত্যু হয়েছে তার সংখ্যা এখনও নিশ্চিত জানা যায়নি। তার আগেই কলকাতায় শুরু হয়ে গেছে গোলি মারো স্লোগান। সংবাদমাধ্যমের পেপার কাটিং এবং স্ক্রিনশট তুলে ধরে গোলি মারো কান্ডের তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের শাসক দলের রাজনৈতিক পরামর্শদাতা। প্রসঙ্গত অমিত শাহের জনসভায় আসার পথে বিজেপির মিছিল থেকে গোলি মার স্লোগান উঠেছিল বলে অভিযোগ। প্ররোচনামূলক স্লোগান দেওয়ার জন্য সেই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তারমধ্যে প্রশান্ত কিশোরের এমন মন্তব্য রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তা হলে কি প্রশান্ত কিশোর এবার তৃণমূলের হয়ে সরাসরি বাংলার রাজনীতিতে নামছেন?