
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: আগামী ২৯ মার্চ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে শহিদ মিনারের পাদদেশে মহাসমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হবে।
এই সমাবেশকে সফল করতে আজ বিনপুর-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে লালগড় দলীয় কার্যালয়ে সমস্ত অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল যুব সভাপতি, সহ সভাপতি এবং ব্লক যুব কমিটির সমস্ত পদাধিকারীদের উপস্থিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ হাঁসদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।