জে মাহাতো, মেদিনীপুর, ৬ ডিসেম্বর:
মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠের জনসভা সফল করতে সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। সভাস্থল এবং সার্কিট হাউস স্যানিটাইজ করার পাশাপাশি প্রশাসনিক স্তরে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছেl সবকিছু ঠিকঠাক থাকলে আজ রবিবার বিকেলেই মুখ্যমন্ত্রী মেদিনীপুর শহরে আসতে পারেনl
জেলা তৃণমূল সূত্রে জানানো হয়েছে, রবিবার বিকেল চার টা নাগাদ মূখ্যমন্ত্রী মেদিনীপুর সার্কিট হাউস পৌছতে পারেন। আজ ৫.৫৫টা নাগাদ পৌঁছন। আগে খবর ছিল, সোমবার হেলিকপ্টারে মেদিনীপুর পৌঁছাবেন মুখ্যমন্ত্রীl কিন্তু পরে দলীয় সূত্রে জানা গেছে, আজ তিনি মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন এবং সোমবার জনসভায় বক্তব্য রাখবেনl জেলা তৃণমূল সূত্রে আরও জানানো হয়েছে, জনসভার পর তিনি সোমবার সার্কিট হাউসে থাকতে পারেন এবং মঙ্গলবার কলকাতায় ফিরবেন। মুখ্যমন্ত্রীর আসার আগে তাই পুরো সার্কিট হাউস জীবাণুমুক্ত করা হয়েছেl সভার পর সার্কিট হাউস থেকে দলের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর।
মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নেতাকর্মীরা রবিবারও শেষ মুহূর্তের জোর প্রচার চালাচ্ছেনl সোমবার মুখ্যমন্ত্রীর জনসভায় প্রায় এক হাজার বাস ও অন্যান্য গাড়িতে করে লোক আসবে বলে দলের জেলা নেতৃত্ব জানিয়েছেনl দলের পশ্চিম মেদিনীপুরের সভাপতি অজিত মাইতি জানান, সোমবারের মুখ্যমন্ত্রীর জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত হবেl এজন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছেl