স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৪ জুন: ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত রাজ্যের ৭৮ হাজার বুথে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি পৌছবেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে ধরে নিয়ে রাজ্যের মানুষের কী কী চাহিদা সেগুলো লিপিবদ্ধ করার কর্মসূচি গ্রহন করেছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচন। একদিকে করোনা অন্যদিকে আমফান। দুই প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য সরকার জেরবার হয়ে পড়েছে। রাজ্যের সার্বিক ব্যর্থতাকে তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে নামছে বিজেপি রাজ্য কমিটি। করোনা আবহে বড়ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকায় বাড়ি বাড়ি প্রচারের উপর বেশী গুরুত্ব দিয়েছে বিজেপি। আগামী ১৬ জুন থেকে ২৫ পর্যন্ত ১০ দিন রাজ্যের ৭৮ হাজার বুথে বিজেপি দলীয় কর্মীরা বাড়ি বাড়ি পৌছে মোদী সরকারের উন্নয়ন তুলে ধরবেন। একই সঙ্গে সরকারের কাছে রাজ্যের মানুষের কী কী চাহিদা দলীয় কর্মীরা সেগুলো খাতায় লিপিবদ্ধ করবেন। বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসে মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা তৈরী করবে বলে আজ রায়গঞ্জ বিজেপি জেলা দপ্তরে এক সাংবাদিক সন্মেলনের একথা জানান বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
আজ দলীয় কর্মসূচী হিসেবে রাজ্যের প্রতিটি জেলা সদরে বিজেপি সংসদ বা রাজ্য স্তরে নেতারা পৌছে রাজ্য সরকারের সার্বিক ব্যার্থতার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তুলে ধরবেন। সেই কর্মসূচি অনুযায়ী আজ রায়গঞ্জে এসেছিলেন সুকান্তবাবু। সাংসদ জানিয়েছেন, শুধুমাত্র ১০ দিনের কর্মসূচিতে তাঁরা থেমে থাকবে না। আগানী ২৩ জুন বিজেপি প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস রাজ্যে ৭৮ হাজার বুথে পালিত হবে বলে সাংসদ সুকান্ত মজুমদার ঘোষনা করেন।