যুবশ্রী কর্মপ্রার্থীদের কলকাতা অভিযানের  প্রস্তুতি

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: ভাতা নয়, স্থায়ী চাকরি ও কাজের বিনিময়ে পারিশ্রমিকের দাবিতে যুবশ্রী কর্মপ্রার্থীরা কলকাতায় যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে জেলায় জেলায় তার প্রচার প্রস্তুতি শুরু হয়েছে। আজ  মঙ্গলবার তাদের সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরে প্রচার চালানো হয়। আগামী ৭ জানুয়ারি কলকাতায় বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি নিয়েছে যুবশ্রী ভাতা প্রাপ্ত কর্মপ্রার্থীদের সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যুবশ্রী ভাতা প্রাপ্ত কর্মপ্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকার ১৯১৩ সালে এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করার পর সেই ব্যাংকে নাম নথিভুক্ত করা লক্ষাধিক চাকরিপ্রার্থী যুবক যুবতীরা আজও কর্মহীন। তাই যুবশ্রী ভাতা নয়, চাকরির দাবিতে আগামী ৭ জানুয়ারি কলকাতা অভিযানের ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি গৌরীশংকর করণ জানিয়েছেন, ইতিমধ্যেই সব জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও কলকাতা অভিযানের প্রচার শুরু হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরজুড়ে পোস্টার দেওয়া শুরু করেছেন সংগঠনের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here