কোভিড ১৯ প্রতিষেধক দেওয়ার মহড়া শুরু পুরুলিয়ায়, তৎপরতা প্রশাসনের

সাথী দাস, পুরুলিয়া, ৮ জানুয়ারি: কোভিড ১৯ প্রতিষেধক দেওয়ার মহড়া শুরু হয়ে গেল পুরুলিয়ায়। পুরুলিয়া সদর হাসপাতালের টিকাকরণ ইউনিটে আজ তারই ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন জেলাশাসক অভিজিৎ মুখার্জি। তাঁর সঙ্গে ছিলেন কোভিড সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যক্ষ সুকোমল বিষয়ী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অনিল দত্ত সহ অন্যান্য জেলা ও স্বাস্থ্য আধিকারিকরা। 

প্রতিষেধক টিকা পর্বে তিনটি পর্যায় রাখা হয়েছে। টিকা নেওয়ার আগে অপেক্ষা করার জন্য একটি বিভাগ, টিকাকরণ বিভাগ এবং টিকা নেওয়ার পর রোগীকে পর্যবেক্ষণে রাখার জন্য একটি বিভাগ। তিনটি বিভাগে কাজ করার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা প্রস্তুত রয়েছেন বলে জানান জেলাশাসক। তিনি আরও জানান, কোভিড প্রতিষেধকের ড্রাই রান জেলার তিনটি জায়গায় শুরু হল আজ। পুরুলিয়া সদর হাসপাতাল ছাড়াও জয়পুর ও ঝালদা ১ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একই সঙ্গে শুরু হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here