প্রদেশ কংগ্রেসের সভাপতি! মনোজ চক্রবর্তী ও নেপাল মাহাতোর মতো নবীনদের নাম প্রস্তাব অধীরের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ আগস্ট : আপেক্ষকৃত নবীনদের নাম প্রদেশ কংগ্রেস সভাপতির জন্য প্রস্তাব অধীরের। সোমেন মিত্রের প্রয়াণে প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ার ফাঁকা। সেই জায়গায় কাকে বসানো হবে তা নিয়ে দিল্লিতে এআইসিসিতে চলছে আলোচনা। এব্যাপারে এআইসিসির সাধারন সম্পাদক সংগঠন কেসি বেনুগোপাল বহরমপুরের সাংসদের মতামত চেয়েছেন।
অধীর চৌধুরী অপেক্ষাকৃত নবীনদের উপর ভরসা রাখছেন। পুরুলিয়া জেলা থেকে নির্বাচিত বিধায়ক নেপাল মাহাতো ও বিধায়ক মনোজ চক্রবর্তীর নাম দিল্লির কাছে প্রস্তাব করেছেন।

মনোজ চক্রবর্তী নিজে বহরমপুরের বিধায়ক। তৃণমূল বিরোধীতার জন্য তিনি দলে সবার কাছে প্রিয়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বনিবানা না হওয়ায় রাজ্যের মন্ত্রিসভাথেকে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করে মহাকরনে জানিয়েছিলেন মমতার কেয়ারটেকার হিসেবে মন্ত্রিসভায় থাকতে চাই না। বর্তমানে বিধানসভায় কংগ্রেসের পরিষদিয় দলনেতা মনোজ চক্রবর্তী। তাই অপেক্ষকৃত নবীনদের প্রদেশ কংগ্রেস সভাপতি করলে মনোজ চক্রবর্তীর পাল্লা ভারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *