বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন, বললেন মুকুল রায়

নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর:
বাংলায় রাষ্ট্রপতি শাসন জরুরি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে এই কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি বলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না। বুধবার বাংলায় গণতন্ত্র কেমন রয়েছে তা চাক্ষুষ দেখেছেন রাজ্যবাসী।

ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় সরিষায় মুকুল রায়ের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। রাজ্যের শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলার নেপথ্যে রয়েছে বলে দাবি করেন মুকুল রায়। তিনি বলেন, যুবরাজের সাম্রাজ্যে বিরোধীদের সভা করার অনুমতি নেই। ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সভায় আসার জন্য শাসক দলের হামলায় আমাদের বহু কর্মী জখম হয়েছেন। বেশ কয়জন কর্মীকে আহত অবস্থায় ডায়মন্ড হারবারে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

বাংলায় এই ছবিটা বদল করতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন বলে মনে করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বাংলায় রাষ্ট্রপতি শাসন প্রয়োজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here