মুখ্যমন্ত্রীর কাছে প্রেস ক্লাব, কলকাতার আটক সাংবাদিকের মুক্তির দাবি

আমাদের ভারত, কলকাতা, ৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে কর্তব্যরত সাংবাদিক দেবমাল্য বাগচির গ্রেফতারের ঘটনায় প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ব্যাপারে পুলিস ও প্রশাসনের ইতিবাচক হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রীর কক্ষে কর্তব্যরত বহু সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ওই সাংবাদিকের মুক্তি দাবি করেন।

ওই সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের কাছে স্থানীয় জনজাতির পক্ষ থেকে করা হয়েছে তা আদালতের বিচারাধীন। পাশাপাশি এও দেখতে হবে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার যেন সুরক্ষিত থাকে।

মুখ্যমন্ত্রী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে তৎক্ষণাৎ কথা বলেন, প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন বিষয়টি সংবেদনশীল দৃষ্টিভঙ্গী নিয়ে দেখবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here