লকডাউনে পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুসুর ডালের দাম

নীল বনিক, আমাদের ভারত, ১০ এপ্রিল: অসময়ে এবার বাজারে মহার্ঘ্য হল মুসুর ডাল। লকডাউন হবার পর প্রথম দিন খুচরো বাজারে কেজিপ্রতি পাঁচটাকা বৃদ্ধি হয়েছিল। এবার চড়চড়িয়ে দাম বাড়ছে পাইকারি বাজারে।

করোনার আগে সবথেকে ভালো মুসুর ডালের দাম কেজি প্রতি ছিল ৮০- ৯০ টাকা। তবে প্রথম পর্যায়ের লকডাউনের শেষে সেঞ্চুরি পার করে কেজি প্রতি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। হঠাৎ মুসুর ডালের এমন অস্বাভাবিক হারে দামবৃদ্ধির কথা স্বীকার করেছেন রাজ্য সরকারের টাস্কফোর্সর সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন উত্তরপ্রদেশ থেকে ডাল আনতে পরিবহন খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারপর কলকাতার পোস্তা মার্কেট থেকে খুচরো বাজারে ডাল নিয়ে যেতেও খরচ বেড়েছে। তিনি জানান মোটা মুসুর ডাল পাইকারি বাজারে ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট ডালের দাম সবথেকে বেশি বাড়ছে। রাজ্য সরকার চেষ্টা করছে যাতে খোলাবাজারে অন্তত ১২০ টাকার মধ্যে পাওয়া যায়। না হলে সবথেকে বেশি বিপদে পড়বে কাজ হারানো কয়েককোটি সাধারন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *