পুরুলিয়ায় আটকে পড়া ত্রিপুরার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ মে: দীর্ঘ লকডাউনে মানসিকভাবে ভেঙ্গে পড়া ত্রিপুরার শ্রমিকদের পাশে দাঁড়াল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। পুরুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ওই শ্রমিকরা। লকডাউন শুরু হতেই ওই প্রতিষ্ঠানে কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকেই পুরুলিয়া শহরের কার্টিন পাড়ার ভাড়া বাড়িতে অসহায় অবস্থায় দিন গুজরান করছেন তাঁরা। খাবারের জন্য পাশের মানুষের সাহায্য মাঝে পেলেও নিশ্চিত ছিল না। বাড়ির ভাড়া বাকি পড়েছে। এই অবস্থায় মানসিক অবসাদ গ্রস্ত হয়ে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত হেঁটে বাড়ি ফিরে যাওয়ার জন্য মনস্থ করেন ওই শ্রমিকরা। এই খবর পেতেই তাঁদের কাছে
চটজলদি যান উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ওই শ্রমিকদের আশ্বস্ত করে পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, আল, পিঁয়াজ, রান্নার তেল, নুন, মুড়ি, সাবান তুলে দেন সংগঠিত শিক্ষকরা।

এই বিষয়ে ওই অরাজনৈতিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি জয়দীপ্ত চট্টরাজ জানান,’আজ একটি সূত্র মারফৎ খবর পাই ত্রিপুরার ৬ জন পরিযায়ী শ্রমিক লকডাউনে ফেঁসে গেছেন। এখানে একটি কম্পানিতে তারা কাজ করতেন। মানসিক ভাবে ওঁরা ভেঙে পড়েছেন প্রশাসনকে জানালেও এখনও ব্যবস্থা হয়নি। যে কম্পানিতে কাজ করতেন সেখানেও বেতন দিচ্ছে না। ঘর ভাড়া বাকি। এঁরা বলছেন হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা তাঁদের আস্বস্ত করেছি, যে খাবারের ব্যবস্থা করব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *