
চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১৩ মার্চ: চলতি মাসের প্রথম দিন কলকাতার বুকে দলের প্রাক্তন সভাপতি অমিত শাহর সভা এখনও রাজ্য বিজেপি কর্মীদের স্মৃতিতে তরতাজা। সেদিন শাহর সফরে উজ্জ্বীবিত হয়ে বহু বিজেপি কর্মীই ‘গোলি মারো’ স্লোগান দিয়ে ফেলেছিলেন। যার জেরে পরবর্তীতে তাঁদের অনেককেই কারাবাস করতে হয়েছে বা হচ্ছে।
আসন্ন পুরভোট নিয়ে উজ্জীবিত বিজেপির কর্মীরা সেই কারাবাস নিয়েও চিন্তিত নন। বরং, তাঁদের স্মৃতিতে এখনও যেন কলকাতায় আসা অমিত শাহই জেগে রয়েছেন। তার মধ্যেই বিজেপি কর্মীদর কাছে যেন নতুন সুখবর বয়ে নিয়ে এল রাজ্য বিজেপি। সূত্রের খবর, দলীয় কর্মীদের চাঙ্গা করতে এপ্রিলেই রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ব্রিগেডে সভা করবেন। এপ্রিলেই কলকাতা পুরসভার ভোট। তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতেই মোদির এই সফর বলে, রাজ্য বিজেপি সূত্রে খবর।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যে এই সভার ব্যাপারে সবুজ সংকেতও পেয়েছে রাজ্য বিজেপি। ৩ এপ্রিল, দুপুর ২টো নাগাদ মোদির সভা শুরু হবে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে। সূত্রের খবর, রাজ্য বিজেপির তরফে এই সভার ক্যাপশন করা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ দিচ্ছে ডাক, কেন্দ্রে আবার মোদি থাক।’