ফেব্রুয়ারি মাসে দলীয় কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২২ ডিসেম্বর:
ফেব্রুয়ারি মাসের শুরুতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠান নয় দলীয় কর্মসূচিতে রাজ্যে আসতে পারেন তিনি। বছর ঘুরতেই বাংলায় ২০২১-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে দলের জন্য প্রচার করতে ফেব্রুয়ারি মাসের প্রথমেই আসতে চলেছেন তিনি।

মিশন বাংলা এখন বিজেপির কেন্দ্রীয় নেতাদের আসল লক্ষ্য। সেই লক্ষ্য জয় করতে পুজোর পর থেকেই একাধিকবার রাজ্যে আসছেন অমিত শাহ। সোমবারই বীরভূম জেলা থেকে দুদিনের রাজ্য সফর শেষ করে দিল্লিতে ফিরেছেন অমিত শাহ। দুর্গাপুজোর পর থেকেই একাধিকবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ এ রাজ্যে এসেছেন। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠানে এরাজ্যে আসার কথা রয়েছে। সরকারি অনুষ্ঠানে এসে হয়তো তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। তাই ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে ফের বাংলায় আসার কথা রয়েছে তাঁর। যদিও এবিষয়ে এখনও কোনও রাজ্য বিজেপি নেতা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here