এই মাসে দু’দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একমঞ্চে থাকতে পারেন মমতাও

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ ফেব্রুয়ারি:
আগামী কাল রাজ্যে আসছেন। আবার এই মাসেই ফের তিনি রাজ্যে আসবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি আবার বাংলায় আসবেন তিনি। জল শক্তি মন্ত্রকের এক অনুষ্ঠানে ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁকে বাংলায় দেখা যেতে পারে।

আগামী কাল পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে সরকারি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী। পেট্রোলিয়াম মন্ত্রকের এক অনুষ্ঠানে হলদিয়ায় একটি কারখানার উদ্বোধন করবেন তিনি। ফের এই মাসে আবার একটি সরকারি অনুষ্ঠানে বাংলায় আসতে পারেন তিনি। একই মাসে দুটি দপ্তরের অনুষ্ঠানে বাংলা সফরে আসা নজিরবিহীন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। জল শক্তি মন্ত্রকের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে বলে দিল্লি সূত্রের খবর। সেদিন একই মঞ্চে আবার দেখা যেতে পারে দু’জনকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here