উন্নত ভারতের ভিত গড়ে দিয়েছে, পঞ্চমুখে বাজেটের প্রশংসা করে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আমাদের ভারত, ৩১ জানুয়ারি: ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই বাজেটকে ভবিষ্যতে উন্নত ভারতের ভিত গড়ে দেওয়ার বাজেট বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাজেট পেশের পর ভাষণে মোদী বলেন, অমৃত কালের এই প্রথম বাজেট উন্নত ভারত গড়ে তোলার শক্ত ভিত গড়ে দিয়েছে। এই বাজেট দরিদ্র মধ্যবিত্ত কৃষক সহ সমাজের নানা স্তরের মানুষের স্বপ্ন পূরণ করবে। মানুষের উন্নয়নে গতি আনবে।

এদিনের বক্তব্যে দেশের বিশ্বকর্মাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা নিজে হাতেই দেশের জন্য পরিশ্রম করেছেন, তারাই দেশের বিশ্বকর্মা। এই প্রথম বাজেটে তাদের কথা বলা হলো। তাদের প্রশিক্ষণ ও সমর্থনের জন্য প্রকল্প আনা হয়েছে।

এছাড়াও মোদী বলেন, দেশের প্রত্যন্ত ও শহর এলাকার মহিলাদের জীবন আরো সহজ করে তুলতে সরকার অনেক পদক্ষেপ করেছে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি তাতে সহায়তা করবে। বাড়ির মহিলাদের উন্নয়নের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করা হবে।

আগামী আর্থিক বছরের যে বাজেট বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করেছেন তাতে আয় কর ছাড়ের ঘোষণা ছিল চোখে পড়ার মতো। আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ করা হয়েছে বাজেটে। এর পাশাপাশি কারো বছরের ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে, যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। এছাড়াও যার ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হতো ১ লক্ষ ৮৭ হাজার টাকা। এই বাজেটকে প্রশংসায় ভরে দিয়েছেন
প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *