সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: বিহারের প্রিন্স কুমার সিং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে এবার মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করল। এদিন সেই খবর পেতেই খুশির হাওয়া প্রিন্সের পরিবারে।
৭০০ র মধ্যে প্রিন্স পেয়েছে ৬৮৭ নম্বর। প্রথম ভাষা হিন্দি ও দ্বিতীয় ভাষা ইংরাজিতে ৯৬ নম্বর করে পায়, অঙ্কে ও ইতিহাসে ১০০ করে, জীবনবিজ্ঞান ও ভূগোলে ৯৯ নম্বর করে পেয়েছে সে। এছাড়া ভৌত বিজ্ঞানে পেয়েছে ৯৭ নম্বর। বাবা সুনীল সিং চাকুরীজীবী, মা সুশীলা দেবী শিক্ষিকা। দুই ভাই এক বোনের মধ্যে প্রিন্স মা-বাবার দ্বিতীয় সন্তান। এখন মন দিয়ে পড়াশোনা করাটাই তার লক্ষ্য বলে জানায় প্রিন্স। ছাত্রের এই সাফল্যে স্বভাবতই খুশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কর্তৃপক্ষ।