আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুন: অফিস কাছারি খুলে যাওয়ায় যে কটি বেসরকারি বাস চলাচল শুরু করেছিল তার অর্ধেক উঠে গেল যাত্রীর অভাবে। সোমবার মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে চারশটি বাসের মধ্যে বিভিন্ন রুটের সত্তরটি বাস চলাচল শুরু হয়। অফিস কাছারিতে সত্তর শতাংশ কর্মী যোগ দেওয়ায় বাস মালিকরা ভেবেছিলেন ধীরে ধীরে যাত্রীসংখ্যা স্বাভাবিক হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যতগুলি সিট ততগুলি যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে। কিন্তু বাসের অর্ধেক সিটও ভর্তি না হওয়ায় দুদিন বাস চালিয়েই বুধবার থেকে তুলে নেওয়া হল অর্ধেক বাস।
পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি জানিয়েছেন, এইভাবে কম যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। যে কয়েকটি বাস চলছে সেগুলিও কমে যাবে। বর্তমানে যে পঁয়ত্রিশটি বাস চলাচল করছে তার মধ্যে বেশির ভাগই কলকাতা ও হাওড়াগামী। এই সমস্ত দূরপাল্লার বাসগুলিতে যাত্রীর পাশাপাশি বিভিন্ন পণ্য পরিবহন হয়ে থাকে ঠিকই তবু তারা ক্ষতির মুখে পড়েছে। তিনি জানান, সোমবার থেকে যে সমস্ত বাস চলাচল শুরু করেছিল সেগুলি রাস্তায় নামাতে গড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু তাদের খরচ উঠেছে গড়ে এক হাজার টাকা। যা কর্মচারিদের বেতন দিতেই শেষ হয়েছে। এর ফলে বাস মালিকরাও চরম সংকটে পড়েছেন। প্রশাসন বিষয়টি নিয়ে না ভাবলে বাস মালিকরা আরও সমস্যায় পড়বেন বলে মৃগাঙ্ক বাবু জানিয়েছেন।