আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ জানুয়ারি: জুনিয়র মৃধা হত্যা মামলায় সিবিআই হেফাজতে মোহনবাগান কর্তা বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরী। জুনিয়র মৃধা খুনের ১০ বছর পর প্রথম গ্রেপ্তারি হয় প্রিয়াঙ্কা। মঙ্গলবার প্রিয়াঙ্কাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে সিবিআই কর্তারা। ব্যারাকপুর মহকুমা আদালত প্রিয়াঙ্কা চৌধুরীকে ৭ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।
প্রসঙ্গত উল্লেখ্য,বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা জুনিয়র মৃধা ২০১১ সালের ১২ জুলাই খুন হন। মোহনবাগান কর্তা বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জুনিয়রের। সেই সূত্রে নাম জড়ায় প্রিয়াঙ্কার। এই ঘটনা একটা সময় সি আই ডি তদন্ত করে ক্লোজ করেছিল। জুনিওর খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, তবে জুনিয়রের পরিবারের সদস্যরা জুনিয়রের মৃত্যুর তদন্ত যাতে সিবিআই গ্রহন করে সেই বিষয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের নির্দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জুনিওর হত্যা মামলার তদন্ত শুরু করে সিবিআই।
এরপর সোমবারই সিবিআই প্রথম গ্রেপ্তার করে প্রিয়াঙ্কা চৌধুরীকে। মঙ্গলবার সিবিআই তদন্তকারী দল প্রিয়াঙ্কাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে। আদালত এদিন প্রিয়াঙ্কাকে ৭ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। আগামী ১২ জানুয়ারি ফের প্রিয়াঙ্কাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। প্রিয়াঙ্কার বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্রে লিপ্ত থাকা, প্রমাণ লোপাট সহ বিভিন্ন মামলায় অভিযোগ আনা হয়েছে। পেশায় সফট ওয়ার ইঞ্জিনিয়ার জুনিয়রকে গুলি করে খুন করা হয়েছিল। প্রিয়াঙ্কা চৌধুরীকে এদিন যখন আদালতে নিয়ে আসা হয় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে।
Home কলকাতা ও শহরতলি জুনিয়র মৃধা হত্যা মামলায় সিবিআই হেফাজতে মোহনবাগান কর্তা বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কা