জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই:
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৪ পেয়ে সম্ভাব্য ষষ্ঠ হয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র সৌগত মাজি। তার বাড়ি মেদিনীপুরের বরিশাল কলোনিতে। সৌগত ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তার বাবা সুভাস মাজি বিমা কর্মী, মা বনশ্রী মাজি গৃহবধূ। ছেলের এই কৃতিত্বে ভীষণ খুশি হয়েছেন তারা। ছেলের ইচ্ছে অনুযায়ী তাকে চিকিৎসক করতে চান বলে জানিয়েছেন সৌগতর মা বনশ্রী মাঝি।