মহারাষ্ট্রের মহাজোটের সংকট! মন্ত্রিসভায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ কংগ্রেস এনসিপি একাধিক বিধায়ক

আমাদের ভারত,৩১ ডিসেম্বর: মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে অসন্তোষ তৈরি হলো কংগ্রেস ও এনসিপিতে। দলের বর্ষিয়ান একনিষ্ঠ নেতারা মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে সঙ্গে দেখা করে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। অন্যদিকে বিদ্রোহী অজিত পাওয়ারকে কেন উপমুখ্যমন্ত্রী করা হল তানিয়ে বিরক্তি প্রকাশ করেছেন একাধিক এনসিপি বিধায়ক। তবে প্রকাশ্যে তা নিয়ে কেউই মুখ খোলেনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্বব শপথ নেওয়ার এক মাস পর মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটিয়ে নিজের দল এবং জোটের শরিক দল এনসিপি কংগ্রেস মিলিয়ে মোট ৩৬ জন শপথ নেন সোমবার। তার মধ্যে আজিত পাওয়ার যে কিনা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিল তিনি আবারও উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। উদ্ববের ছেলে আদিত্য ঠাকরেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। ৩৬ জন নতুন মন্ত্রীর মধ্যে কংগ্রেসের তরফে সোমবার শপথ নিয়েছেন পাঁচ বিধায়ক। অশোক চৌহান, দিলীপ ওয়াসলে পাতিল, ধনঞ্জয় মুন্ডে, সুনীল ছত্রপাল কেদার, কেসি পাডভি। দু-একদিনের মধ্যেই তাদের দপ্তর বন্টন করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শপথ নিয়েই দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখাও করে এসেছেন তারা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন দলের দুই বর্ষিয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে এবং কে সি বেনুগোপাল। অন্যদিকে সম্ভাবনা থাকলেও মন্ত্রিসভায় জায়গা পাননি বেশ কয়েকজন উল্লেখযোগ্য কংগ্রেস বিধায়ক। তার মধ্যে অন্যতম হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান। তিনি ছাড়াও আরো চারজন বিধায়ক মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হবার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার শপথ গ্রহণের পরেই পৃথ্বীরাজ চৌহান প্রনীতি শিন্দে, সংগ্রাম থোপটে, আমিন পাটেল, রহিদাস পাতিলরা নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

কংগ্রেস ছাড়া অসন্তোষ দানা বেঁধেছে এনসিপি’র ভেতরেও। বিদ্রোহী অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করা নিয়ে দলের একাংশের বিধায়কদের আপত্তি ছিল। একইসঙ্গে মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় বেশ কিছুটা ক্ষুব্ধ অনেকেই। তার মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন বিড় জেলার মাজলাগাঁওয়ের এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কি। যদিও তিনি জানিয়েছেন তার এই সিদ্ধান্তের সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণের কোন সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *