জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই: পঞ্চায়েত অফিসের গেটে বিজেপির পতাকা লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দাসপুর থানার সরবেড়িয়া এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা দাসপুর এক নম্বর ব্লকের দুই নম্বর সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেটে বিজেপির পতাকা লাগানো দেখতে পেয়ে ফের গন্ডগোলের আশঙ্কায় পুলিশে খবর দেয়। কয়েকদিন আগে ওই পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকদের রেশনের কুপন দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। দুই দলের কর্মী-সমর্থকদের সামাল দিতে রেপিড অ্যাকশন ফোর্স নামানো হয়।
শনিবার পঞ্চায়েত কার্যালয়ে পতাকা লাগানো প্রসঙ্গে বিজেপির ঘাটাল রাজনগর মন্ডলের সভাপতি সান্তনু বেরা জানিয়েছেন, ফের এলাকা অশান্ত করার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই কাজ করেছে। বিষয়টি যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে দাসপুর থানার ওসিকে বলা হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা এবং দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মাইতির অভিযোগ, রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দেখার জন্য পুলিশকে বলা হয়েছে।