বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে মিছিল ও পথসভা রামজীবন পুরে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর :
বঙ্গধ্বনি যাত্রা সারা রাজ্যের সাথে রামজীবন পুরে শুরু হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনা এবং জনসংযোগ গড়ে তোলার জন্য রাজ্যের শাসকদলের এই কর্মসূচি। বৃহস্পতিবার রামজীবনপুর পুরসভার বিভিন্ন এলাকায় নেতা-নেত্রীরা বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে মানুষের কাছে গেলেন। কোন এলাকার কি সমস্যা তা শুনলেন । এই বিষয়ে চন্দ্রকোনার বিধায়িক ছায়া দোলুই বলেন, শুধু জনসংযোগ নয় মানুষের বিভিন্ন সমস্যা শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন এলাকার সমস্যা সমাধান করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী বলেন, পুরসভা এলাকায় পরিষেবা পেতে যদি কোনও সমস্যা হয় সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করছি। যথাসম্ভব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করছি। মানুষ সব থেকে বেশি আগ্রহী স্বাস্থ্য সাথী প্রকল্পে। এছাড়াও খাদ্যসাথী এবং কাস্ট সার্টিফিকেট পেতে মানুষ আগ্রহ দেখাচ্ছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here