ধর্মঘটের সমর্থনে মিছিল বীরভূমে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৪ নভেম্বর: কৃষি আইন বাতিল, শ্রমিক আইন বাতিল এবং ১০০ দিনের কাজকে ২০০ দিন করার দাবিতে এবং গরিব মানুষকে মাসে ৭৫০০ টাকা করে দিতে হবে। এরকম একাধিক দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট সফল করার অনুরোধ জানিয়ে মঙ্গলবার মল্লারপুরে কংগ্রেস-বাম জোটের মিছিল হয়।

এদিন মল্লারপুর বাহিনা মোড় থেকে মিছিল শুরু করে আম্বামোড় হয়ে বক্রেশ্বর রাইস মিল পর্যন্ত যায়। শ্রমিকদের সমর্থনে মিলের গেটে একটি পথসভা করা হয়। পথসভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, ইন্টাকের জেলা সভাপতি মৃনালকান্তি বসু, সিপিএমের কৃষক সভার জেলা সভাপতি অরূপ বাগ।

মিছিলে পা মেলান ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, ইন্টাকের ব্লক সভাপতি আব্দুর রেকিব, সিপিএমের কৃষক সভার নেতা তামাল চন্দ্র দে।
হাঁসনের বিধায়ক মিল্টন রশিদের নেতৃত্বে মিছিল বের করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here