
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী।
উল্লেখ্য, এর আগে অস্থায়ী উপাচার্য হিসেবে এই পদে ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবাজী প্রতিম বসু। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দুই মাস এই বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় ছিল। আজ নতুন উপাচার্য দায়িত্বভার গ্রহণ করার পর স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।