অধ্যক্ষের নাম করে হোয়াটস অ্যাপ গ্রুপে জাত তুলে বিদ্রুপ করার অভিযোগ, গ্রেফতার অধ্যাপক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ডিসেম্বর: কলেজের অধ্যাপকদের হোয়াটস অ্যাপ গ্রুপে অধ্যক্ষের নাম করে জাতপাত তুলে গালিগালাজ করার অভিযোগ উঠল হাবড়া চৈতন্য কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। সোমবার পিন্সিপাল ডঃ ইন্দ্রমোহন মণ্ডলের লিখত অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ অধ্যাপককে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা শ্রীচৈতন্য কলেজে। ধৃত অধ্যাপকের নাম অলোক কুমার চক্রবর্তী। তিনি হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইতিহাসের অধ্যাপক।

কলেজ সূত্রের খবর, রবিবার অধ্যাপকদের হোয়াটস অ্যাপ গ্রুপে অলোকবাবু সম্প্রতি হাবড়া শ্রীচৈতন্য কলেজে আর্টসের প্রিন্সিপল ডঃ ইন্দ্রমোহন মন্ডলকে অন্তজ শ্রেণি বলে বিদ্রুপ করে একটি মন্তব্য করেন। তার জাতপাত নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষুব্ধ প্রিন্সিপাল ডঃ ইন্দ্রমোহনবাবু হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন অলোক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে। সেই অভিযোগ পেয়ে ইতিহাসের অধ্যাপক অলোক কুমার চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পোস্ট করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন। এই নিয়ে অশোকনগর শ্রীচৈতন্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে বিতর্কের ঝড় উঠেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here