নাগরিকত্ব পেতে হলে শরনার্থীদের দেখাতে হবে ধর্মের প্রমানপত্র!

আমাদের ভারত,২৮ জানুয়ারি:শীতকালীন অধিবেশনেই সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়েছে। দেশজুড়ে তা কার্যকরও হয়েছে। কিন্তু সিএএর নিয়মাবলী এখনোও স্পষ্ট করেনি কেন্দ্র। চলতি সপ্তাহে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। তার আগেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নিজেদের নাগরিকত্বের আবেদন জানাতে হলে নিজেদের ধর্মের প্রমাণপত্র জমা দিতে হবে।

সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে যারা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু তখনই প্রশ্ন উঠেছিল মুসলিমরা পরিচয় লুকিয়ে যদি নাগরিকত্ব চায়? তাহলে কি করবে সরকার? প্রথমটায় স্বরাষ্ট্রমন্ত্রক এই প্রশ্নের জবাব দেয়নি। তবে আজ এই বিষয়টি স্পষ্ট করলো মন্ত্রক। জানানো হয়েছে তিন দেশের শরনার্থীদের ধর্মীয় প্রমাণের বিষয়টি সামনে আনতে হবে। অর্থাৎ ওই ব্যক্তি নিজের দেশে বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধরনের কোন কাগজ ভারত সরকারের কাছে এসে তাদের জমা দিতে হবে।

কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যারা এক কাপড়ে প্রাণের ভয়ে ভিটেমাটি ছেড়ে কোনোক্রমে পালিয়ে এসেছেন ভারতে, তারা কিভাবে নিজেদের ধর্মের প্রমাণপত্র দেখাবেন? মন্ত্রকের এই নির্দেশের পর এই প্রশ্নের উত্তর এখনোও অধরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here