কোলাঘাট বিডিও অফিসে হোসিয়ারি শ্রমিকদের বিক্ষোভ ও ডেপুটেশন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: সরকার ঘোষিত নূন্যতম মজুরি অনুসারে অবিলম্বে হোসিয়ারি শ্রমিকদের রেট বৃদ্ধি সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ। এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটির আহ্বানে আজ ব্লকের বিডিও এবং শ্রম দপ্তরের আধিকারিকের কাছে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ও কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা, সম্পাদক নেপাল বাগ, শ্যামল মন্ডল প্রমুখ।

অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হলো সমস্ত হোসিয়ারি শ্রমিকদের পরিচয়পত্র প্রদান ও প্রভিডেন্ট ফান্ড, ইএসআই চালুর বন্দোবস্ত, শ্রমিকদের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির অন্তর্ভুক্তিকরণ, সরকার নির্ধারিত ছুটির দিন সহ সপ্তাহে রবিবার সবেতন ছুটি হিসেবে গণ্য করে শ্রমিকদের মজুরি প্রদান, খোলামেলা পরিবেশ সহ স্বাস্থ্য সম্মতভাবে কারখানাগুলি গড়ে তোলা, পানীয় জল-শৌচাগার প্রভৃতির সু-বন্দোবস্ত, তুচ্ছ কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ প্রভৃতি।

ইউনিয়নের নেতাদের অভিযোগ, গত ২০১৯ সালে সরকার ঘোষিত নূন্যতম মজুরি অনুসারে হোসিয়ারি শ্রমিকদের রেট বেড়েছিল। তারপর ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ সালে মোট ৭ বার নূন্যতম মজুরি শ্রম দপ্তর বাড়ালেও শ্রমিকদের কোনো রেট বাড়েনি। ২০১৯ সালে রেট ছিল দৈনিক ৩৪৪ টাকা, সরকারি ঘোষণা অনুযায়ী বর্তমানে রেট ৪১৪ টাকা।

জয়েন্ট বিডিও স্বপন কুমার দাস এবং শ্রম দপ্তরের নূন্যতম মজুরি পরিদর্শক সৌম্য মুখার্জি ডেপুটেশন গ্রহণ করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here