সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ মার্চ: তৃণমূল নেতাদের মদতে বেআইনি ভাবে মাঠ ও রাস্তার পাশ থেকে মাটি চুরি করে বিক্রি করছে দুষ্কৃতীরা। এর ফলে পিচের রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছে। দুর্ঘটনার শিকার পড়ুয়া থেকে গ্রামবাসীরা। এর প্রতিবাদে মাটির ট্রলি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসী সহ কৃষকরা। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের পানপাড়া এলাকায়৷
মাটি মাফিয়াদের সঙ্গে যোগসাজস আছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের, এমনই অভিযোগ করেন বিজেপি নেতা। উত্তেজনা থামাতে পুলিশ ছয়টি বেআইনি মাটির গাড়ি আটক করে।
গ্রামবাসী ও কৃষকদের অভিযোগ, পুলিশ প্রশাসনের সামনে থেকেই দীর্ঘদিন ধরে চলছে এই বেআইনি মাটির কারবার৷ বৃষ্টির সময় রাস্তায় মাটি পড়ে বেহাল অবস্থা হয় গ্রামে যাতায়াতের একমাত্র সড়ক৷ সকালের দিকে অল্প বৃষ্টিতে এলাকার কৃষকরা হাটে যেতে সমস্যায় পড়েন৷ দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন৷ পড়ুয়ারা স্কুলে যেতে গিয়েও কয়েকজন সাইকেল নিয়ে পড়ে আহত হয়েছে বলে অভিযোগ। এরপরেই উত্তেজিত গ্রামবাসীরা মাটির গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। ছটি মাটির গাড়ি আটক করে নিয়ে যায়৷
বিজেপির পঞ্চায়েত সদস্য সৌমিত্র দাস বলেন, তৃণমূলের মদতে এই ভাবে মাঠের মাটি কেটে বিক্রি করছে। মাটির গাড়িতে এলাকার একমাত্র রাস্তার অবস্থা বেহাল। পুলিশ ও প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীদের নিয়ে পথে নেমে বিক্ষোভে বসেছি।
অন্যদিকে তৃণমূল নেতা সৌমেন দত্ত ঘটনার কথা অস্বীকার করে বলেন, এর সঙ্গে শাসক দলের কোনো মদত নেই। মাটি কাটার কাজ করছে বিএলআরও।
বিএলআরও ও থানার যোগসাজসেই মাটি কাটার কাজ চলছে। এর সঙ্গে তৃণমূলের কোনো নেতা জড়িত নেই। তবে এর ফলে রাস্তা যে বিপদ জনক হয়ে উঠেছে তা স্বীকার করেন তৃণমূল নেতা সৌমেন দত্ত।