বেহাল শহরের নিকাশী ব্যবস্থা, রাস্তার পচা জলে জাল ফেলে প্রতিবাদ বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ জুলাই: অল্প বৃষ্টিতেই হাঁটুজল বালুরঘাটে। রাস্তার পচা জলে জাল ফেলে নিকাশী ব্যবস্থা নিয়ে সরব শহরের মানুষ। পাশে দাঁড়িয়ে আন্দোলনের হুমকি বিজেপির। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের উঁচাবঙ্গী এলাকার ঘটনা। এদিন রাস্তার জমা জলে জাল ফেলে প্রতিকী মাছ ধরে প্রশাসনের অদূরদর্শিতার কথা সামনে তুলে ধরেন বসিন্দারা। প্রশাসন পরিচালিত বালুরঘাট পৌরসভা বাসিন্দাদের অসুবিধা দূর করতে যে একেবারেই অপারগ, সে বিষয়ে সরব হয়েছেন সকলেই।

বাসিন্দাদের দাবি, বাম আমলেই তৈরি হয়েছিল পুরসভার এই মাস্টারপ্ল্যানের ড্রেন। তার আগে পর্যন্ত এলাকায় কোনো রকমই জল জমে থাকতো না। বৃষ্টির জল নয়ানজুলি দিয়ে বাইরে চলে যেত এলাকার। কিন্তু তারপরে অপরিকল্পিতভাবে এই মাস্টার প্ল্যানের ড্রেন তৈরি হতেই প্রতি বছর সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে পড়ে রাস্তায়। দীর্ঘদিন সেই জল জমে থাকার ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। বিষয়টি নিয়ে পূর্বতন চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক পরিচালিত পুরসভাকে একাধিকবার জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আর যার প্রতিবাদেই এদিন রাস্তার জমা জলে জাল ফেলে মাছ ধরে অভিনব আন্দোলন করেছেন বসিন্দারা। এদিন বাসিন্দাদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির টাউন কমিটিও। তারাও অতি দ্রুত ড্রেন সংস্কারের দাবি জানিয়েছেন।

এলাকার বাসিন্দা চুমকি সরকার ও মৃগাঙ্ক চক্রবর্তীরা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতে এলাকায় জল জমে চলাচলের ভীষণ অসুবিধা সৃষ্টি হয়। বিষয়টি বর্তমান পৌরসভার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। যার প্রতিবাদে এদিন রাস্তায় জাল ফেলে আন্দোলনে নেমেছেন সকলেই। এরপরেও সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

বিজেপির শহর মন্ডল সভাপতি সুমন বর্মন জানিয়েছে, বাম আমলে মাস্টারপ্ল্যান আর তৃণমূল আমলে ছাত্র প্ল্যানে তৈরি হয়েছে ড্রেন। আর যার খেসারত গুনছেন শহরের সাধারণ মানুষ। পুরসভা দুর্নীতি করে সঠিক কাজ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দাদের সুন্দর এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান তিনি।

বালুরঘাটের পুরপ্রশাসক তথা মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখার্জি সমস্যা সমাধানের প্রশ্নে না গিয়ে উল্টে নিচু এলাকায় বাড়ি করা নিয়ে দোষারোপ করেছেন বাসিন্দাদের। তিনি জানিয়েছেন, জাল ফেলুক বা নৌকো চালাক তার কিছু করবার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *