প্রিয়াংকা হত্যাকাণ্ডের প্রতিবাদ জঙ্গলমহলে 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ ডিসেম্বর: চিকিৎসক প্রিয়াঙ্কার হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেছে ছাত্রছাত্রীরা। এদিন বিনপুর বাজারে একটি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা প্লেকার্ড হাতে মৌন মিছিলে শামিল হন। ঝাড়্গ্রাম শহরে সতেরো এবং আঠারো নম্বর ওয়ার্ডের নুননুনগেড়িয়া এলাকায় শতাধিক ছাত্র-ছাত্রী মোমবাতি জ্বালিয়ে প্রিয়াঙ্কা রেড্ডিকে শ্রদ্ধা জানানোর পর অপরাধীদের কঠোরতর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেন। সোমবার গোপীবল্লবপুর বাজারেও ছাত্রছাত্রীরা প্রতিবাদী মৌন মিছিলে পা মেলান। এছাড়াও নয়াগ্রাম মানিকপাড়া ধেড়ুয়া বাজারেও বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীরা মৌন মিছিলে শামিল হন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here