পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এনআরসি’র প্রতিবাদ মিছিল চলছেই

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে কেন্দ্রীয় সরকারের
এনআরসি এবং সিএএ আইনের প্রতিবাদে তৃণমূলের মিছিল চলছেই। মেদিনীপুর শহর তৃণমূলের পক্ষ থেকে এনআরসি ও সিএএ’র প্রতিবাদে বিদ্যাসাগর হল থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে গান্ধী মূর্তির সামনে পৌঁছে শেষ হয়। মিছিলে ২৫ টি ওয়ার্ডের সভাপতিদের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক  যোগ দিয়েছিলেন। মিছিলে মূল নেতৃত্ব দেন জেলা সভাপতি অজিত মাইতি, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, জেলা যুব সভাপতি  প্রসেনজিৎ চক্রবর্তী, কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, মহিলা সভাপতি মৌ রায় রমাপ্রসাদ গিরি সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ।

শালবনী ব্লকেও কেন্দ্রীয় সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে বিধায়ক শ্রীকান্ত মাহাতো এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিং’য়ের নেতৃত্বে মিছিল বের হয়। কেশপুর ব্লকের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মহম্মদ রফিক। পিংলা  ব্লকে মন্ত্রী সৌমেন মহাপাত্রর নেতৃত্বে কয়েক হাজার মানুষকে নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন তৃণমূল নেতাকর্মীরা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এবং বেলপাহাড়ি ব্লকের শিলদা বাজারে আয়োজিত প্রতিবাদ মিছিলে প্রায় ২ হাজার তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি বীরবাহা সরেন, চিন্ময় মাহাতো এবং অনুশ্রী কর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here