সংগঠিত মুসলিমদের বিক্ষোভ মিছিল পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৩ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিল এবং এই রাজ্যে এনআরসি চালু করার বিরুদ্ধে পথে নামল সংবিধান বাঁচাও পুরুলিয়া জেলা কমিটি। এদিন দুপুরে পুরুলিয়া শহরের ভগৎ সিং এর মূর্তির কাছ থেকে একটি প্রতিবাদ মিছিল করে তারা। মিছিলে অংশ নেন অধিকাংশ  মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিভিন্ন মসজিদ থেকে ইমাম সহ-সাধারণ মুসলিমরাও যোগ দেন। 

এদিনের প্রতিবাদকারীদের দাবি, যদি এনআরসি হয় তাহলে হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা আলাদা আইন করা চলবে না। পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বি আর আমেদকরের মূর্তির সামনে একটি পথ সভা করে সংবিধান বাঁচাও পুরুলিয়া জেলা কমিটি। সংবিধান প্রণেতা ভীম রাও এর নামে জয় ধ্বনিও তোলেন তাঁরা।
শেষে তাঁরা প্রতীকী বিল পুড়িয়ে প্রতিবাদ করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here