সমবায় ব্যাঙ্ক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে হাবরা বিডিও অফিসে বিক্ষোভ গ্রাহকদের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ ডিসেম্বর: সমবায় ব্যাঙ্ক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে হাবরা বিডিও অফিসে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে হাবড়া হাটথুবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্কে।

দীর্ঘ দিন লকডাউন থাকায় এমনিতেই কর্মহীন সাধারণ মানুষ তার পরেও মিলছে না ব্যাংকে গিয়ে তাদের জমানো টাকা। বারবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি, তাই টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বিডিও অফিসে। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, সাত হাজার গ্রাহক রয়েছে। গ্রাহকদের দাবি তাদের সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা।১৯৬০ সাল থেকে হাবড়ার হাটথুবা এলাকায় এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি নামে ব্যাংক পরিষেবা চলছে। স্থানীয় বাসিন্দা থেকে দিনমজুর অনেকেই টাকা রেখেছিলেন এখানে। লকডাউনে তারা কর্মহীন তাই টাকার প্রয়োজন অথচ ব্যাংক থেকে মিলছে না পর্যাপ্ত টাকা। তারা খাবেন কি? সংসার চালাবেন কিভাবে? টাকার জন্য অনেকের মেয়ের বিয়ে দিন পরিবর্তন করেছেন। এলাকায় অনেক বৃদ্ধ-বৃদ্ধা অসুস্থ রয়েছেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
মঙ্গলবার শ’দেড়েক গ্রাহক ব্যাঙ্কে জমানো অর্থ ফেরতের দাবিতে যশোর রোড ধরে বিক্ষোভ মিছিল করে বিডিও অফিসের সামনে গিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান এবং গ্রাহকদের একটি প্রতিনিধিদল বিডিওর কাছে গিয়ে একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন জমা দেওয়ার পর গ্রাহক দলের প্রতিনিধিরা জানান, আগামী এক মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।যদি আগামী এক মাসের মধ্যে গ্রাহকরা টাকা ফেরত না পায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রয়োজনে তারা আত্মহত্যার পথ বেছে নেবেন বলে হুমকি দিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here