“চোর ধরো জেলে ভরো” শ্লোগান তুলে বীজপুর থানার গেটের সামনে বিক্ষোভ বিজেপি তপশিলি মোর্চার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুলাই: বীজপুর থানার গেটের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি তপশিলি মোর্চার নেতা কর্মীরা। তাদের অভিযোগ, রাজ্যের মন্ত্রীরা যে ভাবে এসএসসি নিয়োগে দুর্নীতি চালিয়েছে তা কয়েক প্রজন্মের ছাত্রছাত্রীদের জীবন যাত্রা নষ্ট করে দিয়েছে। এছাড়া বীজপুর এলাকায় একেরপর এক খুন হচ্ছে। এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়।

রবিবার সকালে কয়েক হাজার বিজেপি তপশিলি মোর্চার কর্মী সমর্থকরা গোটা বীজপুর পরিক্রমা করে মিছিল করে।মিছিলের শ্লোগান ছিল “চোর ধরো জেলে ভরো”। এরপর বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে থানার আধিকারিকের দফতরে দশ দফা দবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। এই মিছিলে হাঁটেন বিজেপি জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তপশিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ আদিত্য দাস সহ অন্যান্য নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী।

তপশিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ আদিত্য দাস বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে এই রাজ্যের নেতা মন্ত্রীরা। ইতি মধ্যেই এক মন্ত্রীকে জেলে পুড়েছে। এছাড়া বীজপুর এলাকায় এক মাসে চার-চারটে খুন হয়েছে। এলাকার মানুষের কোনো নিরাপত্তা নেই। আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এই সরকারের নেতা-নেত্রীরা হিন্দু ধর্মকে কলঙ্কিত করছে, তাই তাঁদের গ্রেফতারের দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *