টেট পাস করেও চাকরি না পাওয়ায় প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ কর্মপ্রার্থীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ সেপ্টেম্বর: টেট পাস করেও চাকরি না পেয়ে বিক্ষোভ দেখাল কর্ম প্রার্থীরা। তাঁদের অভিযোগ, অনেকে টেট পাস না করেও চাকরি পেয়ে গেছে। অথচ তারা টেট পাস করেও চাকরি পায়নি, এই দাবিতে টেট উত্তীর্ণ প্রার্থীরা কৃষ্ণনগর প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ ডেপুটেশন দেয়।

সারা পশ্চিমবঙ্গে ৩০০ জন টেট উত্তীর্ণ কর্ম প্রার্থী আছে ২০১৫- ১৭ মধ্যে যারা ট্রেনিং সম্পন্ন করেছেন। তাদের দাবি, যখন এই টেট পরীক্ষা হয় তখন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা প্রশিক্ষিত প্রার্থী আছে তাদেরকে প্রথমে নিয়োগ করা হবে এবং শেষে প্রশিক্ষণ হীনদের নিয়োগ করা হবে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা না হয়ে শিক্ষামন্ত্রীর দাবিকে নস্যাৎ করে প্রাইমারি বোর্ড ভুরি ভুরি প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়োগ করল। সেক্ষেত্রে তাদের থেকে এগিয়ে থেকেও তারা বঞ্চিত রয়ে গেল। তাদের আরও দাবি, তিন বছর ধরে তারা একবার বিকাশ ভবন একবার পর্ষদে ঘুরছে চাকরির জন্য। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না। যাতে তাদের সমস্যার সমাধান হয় সেই দাবিতেই আজ তাদের এই বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *